বিএনপি ছাড়ার ঘোষণা সাবেক এমপি
ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন। রবিবার (২৮ ডিসেম্বর) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের কথা জানান।
সংবাদ সম্মেলনে নূরুল কবীর শাহীন বলেন, দীর্ঘ ৪৩ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৬ সালে দলীয় মনোনয়ন পেলেও ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এক-এগারোর পর দলের কঠিন সময়েও রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন বলে জানান তিনি। সবশেষ পর্যন্ত দলের কর্মসূচিতে যুক্ত থাকার পর রাজনৈতিক জীবনের দীর্ঘ অধ্যায়ের ইতি টানতেই তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন বলে উল্লেখ করেন। ঈশ্বরগঞ্জের মানুষের পাশে অতীতেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন; এমন আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, শাহ্ নূরুল কবীর শাহীন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলায় তার সম্পৃক্ততার কথাও জানা গেছে।
