জাতীয়

জেলার ৬টির মধ্যে ৪টি আসনেই বিএনপির প্রার্থী বদল

আসন্ন সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনছে বিএনপি। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হচ্ছে। এরমধ্যে যশোরের ৬টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। এর মধ্যে একটি আসনে জোটের শরিককে ছেড়ে দিয়েছে দলটি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, যশোর-১ (শার্শা) আসনে মফিকুল হাসান তৃপ্তিকে সরিয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেওয়া হয়।

এছাড়া যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবকে সরিয়ে অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, যশোর-৫ (মণিরামপুর) আসনে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসনকে বদলে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে, যশোর-৬ (কেশবপুর) আসনে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে কেন্দ্রীয় সদস্য ও উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শুধু যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ও যশোর-৩ (সদর) আসনে প্রাথমিক প্রার্থীই নিশ্চিত। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, দীর্ঘদিন দলের জন্য কাজ করা প্রার্থীরা মন খারাপ হতে পারে, তবে দলীয় সিদ্ধান্ত মানতেই হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার কাজ চলবে।