Uncategorized

সকলের প্রতি যে আহ্বান নাহিদ-আসিফের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ আসার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ জনতা।

এর মধ্যে কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যার মধ্যে ডেইলি স্টারে আগুন দেয়া হয়েছে। সেখানে কয়েকজন কর্মী আটকা পড়ার খবর পাওয়া গেছে।

এরইপ্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন, সবাইকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান রইলো। জনগণের বিক্ষোভকে ভিন্নখাতে প্রবাহের জন্য বিভিন্ন হঠকারী গ্রুপ চেষ্টা করছে। এরা জুলাই বিরোধী, এদের উদ্দেশ্য ভিন্ন।

সবাইকে শান্তিপূর্ণভাবে ও দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

সম্প্রতি পদত্যাগ করা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-ও কাছাকাছি সূরে বলেছেন।

তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, হাদি ভাই আমাদের গঠনমূলক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই করতে শিখিয়েছেন। আগুন, সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়।

যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের কেউ নয়। এরা পরিকল্পিত ষড়যন্ত্রকারী। হাদি ভাইয়ের লড়াইকে বিতর্কিত করতে মাঠে নামা অনুপ্রবেশকারী। হাদির জন্য বিভাজন নয়, ঐক্য চাই।