ডেইলি স্টার কার্যালয়ে হামলা, আটকা পড়েছেন সংবাদকর্মীরা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর শাহবাগে চলমান বিক্ষোভের মধ্যে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এতে ভেতরে আটকা পড়েছেন সংবাদকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর ফার্মগেটে অবস্থিত পত্রিকাটির প্রধান কার্যালয়ে হামলা চালাতে দেখা গেছে।এর আগে, রাত ১২টার দিকে রাজধানীর কাওরানবাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্থিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। সেখানকার কাগজপত্র, কম্পিউটার নীচে ফেলে দেন। এ ছাড়া, কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছে। তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে না পারলেও হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন বলে জানান তিনি।
