৮.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি
চলতি বছরের গত ৩০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের কিছু ঐতিহ্য এর মধ্যে রয়েছে সুন্দরবন, মুক্তিযোদ্ধা, জামদানি এবং জার্সির মাঝখানের রয়েল বেঙ্গল টাইগারের একটি ছবি।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জার্সি নিয়ে কারোর অভিযোগ না থাকলেও ডিজাইন চুরির অভিযোগ ওঠে বিসিবির উপর। জার্সিটির ডিজাইন পিন্টারেস্ট ওয়েবসাইটের বেঙ্গল টাইগার নামক একটি ডিজাইন থেকে চুরি করা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নানা সমালোচনা।
তবে সমালোচনায় উঠলেও বাংলাদেশের জার্সিটি সত্যিই অনেক সুন্দর। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি নিয়ে মার্কিং করেছে ভারতের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকট্র্যাকার। সেখানে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের জার্সি।
এদিকে ক্রিকট্র্যাকারের সেই মার্কিংয়ে বাংলাদেশের জার্সি ১০এ পেয়েছে সাড়ে আট (৮.৫) নাম্বার। বাংলাদেশের সমান সাড়ে আট মার্ক পেয়েছে ভারত, নিউজিল্যান্ডের জার্সিও। ৯.৫ মার্কিন পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা জার্সি নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার।
এছাড়াও সাড়ে সাত (৭.৫) মার্ক পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের জার্সি। এদিকে সবচেয়ে কম মার্ক পেয়েছে বাবর আজমদের তরমুজ জার্সি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে নানা আলোচনা এবং ট্রল। পাকিস্তানের জার্সি ক্রিকট্র্যাকারের চোখে ১০ এ ৭ পাওয়ার যোগ্য।