
আনন্দবার্তা স্পোর্টস ডেস্ক: নারী বিশ্বকাপের ম্যাচে ওয়েলিংটনে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে নিগার সুলতানার দল। লক্ষ্যটা ছোট হলেও বাংলাদেশের বোলিং শক্তিটা সবসময়ই ভালো।
১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় সালমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে এলোমেলো অস্ট্রেলিয়ার টপ অর্ডার। ষষ্ঠ ওভারে বল করতে এসে অ্যালিসা হিলিকে ফেরান সালমা। ১৫ রান করে জাহানারা আলমের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
নিজের পরের ওভারে অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিংকে রানের খাতা খুলতে দেননি সালমা। নিজের তৃতীয় ওভারে তুলে নেন তৃতীয় উইকেট। ৭ রান করে রাচেল হেইনেস ফারজানা হককে ক্যাচ দিয়ে ফিরেন। ১২ বলে ৩ উইকেট শিকার করেন সালমা।
এরপর অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন নাহিদা আক্তার। প্রথম ওভারে বল করতে এসে তাহলিয়া ম্যাকগ্রাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান তিনি। ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বসে অজিরা। তবে এবার ঘুরে দাঁড়িয়েছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭৩ রান।
Leave a Reply