হোটেলরুমের ভিডিও ফাঁস, রেগে আগুন কোহলি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে যখন মাঠে লড়াইয়ে ব্যস্ত ভারতীয় দল, তখন সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে বিরাট কোহলির একটি হোটেলরুমের ভিডিও।
অথচ ভিডিওটি কোহলির কোনো অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়নি। যে কারণে বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ কোহলি। যিনি বা যারা এ কাণ্ড করেছেন, তাদের একহাত নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
তিনি লিখেছেন— ‘আমি বুঝতে পারছি যে, ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে খুব খুশি হয়। তার সঙ্গে দেখা করার জন্য আগ্রহী হয়ে থাকেন। ফ্যানদের এমন আবেগকে আমি সবসময় সমর্থন করি, এর প্রশংসা করি। কিন্তু এখানে এই ভিডিও বিপজ্জনক। এটি আমার গোপনীয়তা ভঙ্গ করেছে। আমি অস্বস্তিতে পড়েছি। বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি।’
এর পর বিরাট কোহলি লিখেছেন— ‘আমি যদি আমার হোটেলের রুমে গোপনীয়তা বজায় রাখতে না পারি, তা হলে আমি ব্যক্তিগত জায়গা কোথায় আশা করতে পারি? আমি এ ধরনের গোপনীয়তা লঙ্ঘনের সঙ্গে একমত নই। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন। খেলোয়াড়দের বিনোদনের বস্তু হিসেবে বিবেচনা করবেন না।’
কোহলির এমন পোস্টের পর নড়েচড়ে বসেছে ভারত দলসংশ্লিষ্ট অনেকেই। কারণ বিশ্বকাপ চলাকালীন চুপি চুপি কোহলির হোটেলরুমে প্রবেশের অধিকার বা ক্ষমতা কার থাকতে পারে? সেটি নিঃসন্দেহে ভারতীয় টিম যে হোটেলে রয়েছে, তার সঙ্গে সরাসরি যুক্ত কেউ। তা না হলে কোহলির রুমের ভিডিও পাওয়া সহজ বিষয় ছিল না।
তবে এ বিষয়ে এখনো ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিসিআই থেকে কোনো বক্তব্য আসেনি।
ভিডিওতে কোহলির রুমে কোট পরিহিত দুজনকে দেখা গেছে। তবে তারা ক্যামেরায় তাদের মুথ দেখাননি।
ভিডিওতে কোহলির শোবার বিছানা, চাদর, বালিশ, ব্যবহার্য সব জুতো, পারফিউম, জার্সিসহ আসবাবপত্রই দেখিয়েছেন তারা।