হার্দিকের মতো ক্রিকেটার অনেক বছরে একবার আসে
বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ধরা হয় হার্দিক পান্ডিয়াকে। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর নতুন এক হার্দিককে পেয়েছে ভারত।নিয়মিতই ব্যাট হাতে ঝড় তুলছেন তিনি। মাঝে বাজে সময় গেলেও হার্দিক কঠোর পরিশ্রম করে নতুন রূপে ফিরেছেন বলে মনে করেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড।
এ প্রসঙ্গে পোলার্ড বলেন, ‘হার্দিক উন্নতি করছে। সে কয়েক মাস বাজে সময় কাটিয়েছে। এরপর আমরা তার কঠোর পরিশ্রমের ফলাফল দেখছি।আমি তাকে কয়েক বছর ধরে তিনি এবং আমি বুঝতে পারছি সে কীভাবে চিন্তা করে এবং কাজ করে।
সে আন্তর্জাতিক ক্রিকেটে এবং গুজরাট টাইটান্সের যা করছে তাতে আমি অবাক হইনি।পোলার্ড মনে করেন হার্দিকের মতো ক্রিকেটার অনেক বছরে একবার আসেন। তারা যখন পারফর্ম করতে পারেন না তখন তাদের লক্ষ্যবস্তু না বানানোর অনুরোধ করেছেন তিনি।
পোলার্ডের ভাষ্য, ‘আমি শুধু চাই সে ক্রিকেট মাঠে তার সেরাটা দিক। তাকে খেলাটা উপভোগ করতে দিন। আমরা অনেক সময় তাদের নিয়ে মন্তব্য করি এবং যখন তারা পারফর্ম করতে পারে না তাদের লক্ষ্যবস্তু বানাই। সে দারুণ ক্রিকেটার। তার মতো ক্রিকেটার অনেক বছরে একবার আসে। আমি আবারও বলছি, আমি শুধু চাই তার ভালো হোক।