
চলতি বছর ব্যস্ত সূচি রয়েছে নিউজিল্যান্ডের। এর মধ্যে আগামী জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে যাবে কিউইরা। এরপর তাদের স্কটল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২২ জুলাই শেষ হবে নিউজিল্যান্ডের আয়ারল্যান্ড সফর।এরপর দুই টি-টোয়েন্টি ও এক ওয়ানডে খেলতে স্কটল্যান্ডে যাবে তারা। স্কটল্যান্ডের এডিনবার্গে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জুলাই।
এর আগে ১৭ বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড। এর মধ্যে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাকি ১৫ ম্যাচেই হারতে হয়েছে স্কটল্যান্ডকে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল স্কটিশরা। সেই ম্যাচে জয়ের আশা জাগিয়েও তারা হেরে যায় ১৬ রানের ব্যবধানে।
এদিকে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলতে পেরে দারুণ উচ্ছ্বসিত কিউই কোচ শেন বার্গার। তিনি নিউজিল্যান্ডকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘এবারের গ্রীষ্মে ব্ল্যাকক্যাপসদের আমাদের দেশে স্বাগত জানানোর জন্য রোমাঞ্চিত আমরা।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে খেলে আমরা নিজেদের চ্যালেঞ্জ জানাতে চাই।’ চলতি বছরের মে মাসে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে নিউজিল্যান্ডের। জুনে ইংলিশদের বিপক্ষে তাদের তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে তাদের।
Leave a Reply