সেরা দশে কোহলি, শীর্ষস্থান ফিরে পেলেন রশিদ

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তার এমন ব্যাটিংয়ের প্রভাব পড়েছে এবার র‍্যাঙ্কিংয়েও। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

২৬ অক্টোবর র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে পাঁচ ধাপ এগিয়ে এসেছেন কোহলি। বর্তমানে ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছেন এই টপ অর্ডার ব্যাটার। মূলত পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসের কারণেই র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিনি।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ডেভন কনওয়েরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন কনওয়ে। এমন ব্যাটিংয়ের পর তিন ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন এই কিউই ওপেনার।

কনওয়ের দুই নম্বরে উঠে আসায় পরিবর্তন এসেছে সেরা পাঁচে। কনওয়ের পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে ভারতের সূর্যকুমার যাদব, পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও সাউথ আফ্রিকার এইডেন মারক্রাম। তবে শীর্ষ স্থান ধরে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলা ফিন অ্যালেন এগিয়েছেন ১৭ ধাপ। বিস্ফোরক এই ওপেনার উঠে এসেছেন ১৩ নম্বরে। এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন রশিদ খান।

ইংল্যান্ডের বিপক্ষে তার দল হারলেও ৪ ওভারে ১৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন এই লেগ স্পিনার। ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন এই স্পিনার।

Sharing is caring!