সাকিবের উপরে ঝাঁপিয়ে পড়লেন যুবক!


স্পোর্টস ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সৌজন্যে একাধিক বিতর্ক। কখনও তিনি ওয়াইড বলের দাবিতে আম্পায়ারের সঙ্গে চিৎকার চেঁচামেচি করেছেন, কখনও বা আবার চপ্পল পায়েই মাঠের মধ্যে ঢুকে পড়েছেন।

তবে বৃহস্পতিবার এমন একটি ঘটনার সাক্ষী থাকলেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকেরা, যা এই সব ঘটনাকেই কার্যত ছাপিয়ে গেল। ভরা মঞ্চের উপরে এই তারকা অলরাউন্ডারের উপর ঝাঁপিয়ে পড়লেন দেশেরই এক ক্রিকেট সমর্থক। কী হয়েছিল ঘটনাটি?



বৃহস্পতিবার সন্ধ্যাবেলা একটি সংস্থার হয়ে বিজ্ঞাপনী প্রচারে একেবারে জনগণের মধ্যে এসেছিলেন সাকিব আল হাসান। সেকথা তিনি আগেই ফেসবুকে একটি ভিডিয়ো করে জানিয়েওছিলেন। ফলে খুব স্বাভাবিকভাবে তাকে দেখার জন্য উপচে পড়া ভিড় হয়েছিল।

যেহেতু রাস্তার একেবারে পাশেই মঞ্চ তৈরি করা হয়েছিল, সেকারণে ভিড় সামলাতে পুলিশকে বেশ হিমশিম খেতে হচ্ছিল। ইতিমধ্যে ভিড় ঠেলে এক যুবক মঞ্চের দিকে এগিয়ে আসেন। তারপর আচমকাই তিনি সাকিবের উপরে ঝাঁপিয়ে পড়েন, জড়িয়ে ধরেন তার প্রিয় তারকাকে।

ঘটনার আকস্মিকতায় সাকিব নিজেও প্রথমে খানিকটা হতবাক হয়ে যান। পরে মুহূর্তেই তিনি নিজেকে সামলে নেন। গোটা ঘটনায় কার্যত হুলুস্থুল পড়ে যায়। সুরক্ষাকর্মীরা ওই যুবককে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান। জানা গিয়েছে, ওই যুবকের নাম তারেক। পরে ওই যুবককে জিজ্ঞাসা করা হয় যে তিনি কেন এমন কাজ করলেন।



জবাবে তিনি বলেন, ‘সাকিব ভাই যে এখানে আসবেন, সেটা আমি আগে জানতাম না। যখন এমএ আজিজ থেকে বেরোচ্ছিলাম, তখন ভিড় দেখে লোকজনকে জিজ্ঞাসা করি যে এখানে আসলে হচ্ছেটা কী। এরপর সাকিব ভাইয়ের আসার কথা জানতে পারি।”

যুবকটি আরও বলেন, “তারপর দেখলাম উনি গাড়ি থেকে নামছেন। তখনই স্টেজের উপর লাফিয়ে উঠে জড়িয়ে ধরার ইচ্ছে করছিল। অবশেষে সেটাই করলাম। এমন কাজ করতে আমার একটুও ভয় করেনি। কারণ কী করছি, সেটাই আমার মাথায় ছিল না।’

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘স্টেডিয়ামে দাঁড়িয়ে সাকিব ভাইয়ের সঙ্গে একটা ছবি তুলতে চেয়েছিলাম। সেই সুযোগ আমি শেষপর্যন্ত পাইনি। সেকারণেই এখানে জড়িয়ে ধরার ব্যাপারটা আমার মাথায় আসে। আমি ওঁকে ভালোবেসে বুকে টেনে নিই।

Sharing is caring!