সব বাধা উপেক্ষা করে খুলনায় বিএনপির গণসমাবেশে জনতার স্রোত

পদে পদে বাধা, মামলা-হামলাসহ বাস, লঞ্চ, খেয়াঘাট বন্ধ থাকার পরও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে জনতার ঢল নেমেছে। আজ শনিবার দুপুর ২টায় খুলনা নগরীর ফেরিঘাট এলাকার সোনালী ব্যাংক চত্বরে শুরু হবে এই বিভাগীয় সমাবেশ।

এদিকে গণপরিবহন বন্ধ হওয়ার আগেই বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের কাছে দলের পক্ষ থেকে কৌশলী হয়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য বার্তা দেওয়া ছিল। সঙ্গে শুকনো খাবার নিয়েও আসার নির্দেশনা ছিল। নেতাকর্মীরাও সেভাবেই দফায় দফায় গাড়ি বদল করে, অটোরিকশা, ভ্যান, ট্রলারে করে সমাবেশে এসেছেন। অনেকে যোগ দিয়েছেন পায়ে হেঁটে।

গতকাল শুক্রবার থেকে শত শত নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। গতকাল সকাল থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও মেহেরপুর থেকে নেতাকর্মীরা ট্রেনে খুলনায় আসেন। অন্যদিকে নড়াইল, সাতক্ষীরা, কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা এলাকার নেতাকর্মীরা ট্রলার, ইজিবাইকসহ নানা কৌশলে খুলনায় আসেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

Sharing is caring!