
ম্যাচ জিততে শেষ দুই ওভারে থাইল্যান্ডের প্রয়োজন ছিল ১৬ রান। হাফ সেঞ্চুরিয়ান নাথাকান চানথাম উইকেটে থাকায় স্বপ্ন উঁকি দিচ্ছিলো পাকিস্তানকে হারানোর। ১৯তম ওভারে ৬১ রান করা নাথাকান ফিরলেও থাইল্যান্ডের জয় আটকাতে পারেনি পাকিস্তানের বোলাররা।
শেষ ওভারে ১০ রানের সমীকরণ মিলিয়ে ৪ উইকেটের জয় পেয়েছে থাইল্যান্ড। তাতে প্রথমবারের মতো পাকিস্তানকে হারাল তারা।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন থাইল্যান্ডের দুই ওপেনার নাথাকান এবং নানাপাথ কোনচারেনকি।
বিস্তারিত আসছে…