
গতবার স্বপ্ন ভঙ্গ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে তৃতীয়বার সেরার মুকুট পরা হয়নি শাহরুখ খানের মালিকানাধীন দলটির। এবার টুর্নামেন্ট শুরুর আগেই হুঁশিয়ারি দিলেন ফ্র্যাঞ্চাইজটির পেস বোলার উমেশ যাদব। জানালেন, এবারের আসরে নতুন অধিনায়ক শ্রেয়াশ আয়ারের অধীনে গত আসরের ক্ষতে প্রলেপ দেবে তার দল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটির আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন যাদব।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছেন যাদব। এবারের আসরের মেগা নিলাম থেকে দুই কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে ওপার বাংলার দলটি। কেকেআর শিবিরে প্রত্যাবর্তন হওয়ায় বেজায় খুশি ভারতীয় দলের এক সময়ের এই নিয়মিত মুখ।
যাদব বলেন, ‘নিলামে প্রথমবার আমার নাম আসার সময় অবিক্রিত ছিলাম। দ্বিতীয়বারও তাই হয়েছে। তৃতীয় ডাকে কলকাতা নাইট রাইডার্স আমাকে কিনেছে। আমার ওপর আস্থা রাখার জন্য ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানাচ্ছি। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দলের হয়ে খেলেছি। সবার সাথেই আমার সম্পর্ক খুব ভালো।’
‘কলকাতা নাইট রাইডার্সে আবার ফিরতে পেরে, বিশেষ করে শ্রেয়াশ আয়ারের অধীনে খেলতে পেরে আমি বেশ উত্তেজিত। আমি নিশ্চিত, আয়ারের অধীনে কলকাতা আবার শিরোপা জিতবে। আমাদের দল এবার বেশ শক্তিশালী। ২০১৪ তে দল শিরোপা জিতেছিল। সেবার আমি দলের সাথেই ছিলাম। তাই ফিরতে পেরে খুশি।’ যোগ করেন যাদব।
Leave a Reply