শুভ জন্মদিন মোহাম্মদ আশরাফুল
আজ বুধবার বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের ৩৭ তম জন্মবার্ষিকী। ৩৮-এ পা রাখলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ১৯৮৪ সালের আজকের এই দিনে (৭ জুলাই) ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানকে রইল জন্মদিনের শুভেচ্ছা।
দেশের ক্রিকেটাঙ্গনে ধূমকেতু হয়ে আশরাফুলের আগমণ। ঢাকার ‘মতিন’ থেতে হয়ে উঠেন ১৬ কোটি মানুষের ‘আশার ফুল’। আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুলের অভিষেক ২০০১ সালে, ১১ এপ্রিল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। রঙ্গিন পোশাকে শুরুটা হয়েছিল সাদামাটা। ৬ বলে দুটি চারে ৯ রান করতেই ফেরেন সাজঘরে।
বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট দখলে নেন। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩৬ রানে।তবে সাদা পোশাকে অভিষেকে নিজের প্রথম ম্যাচেই রেকর্ড গড়েন ডানহাতি এ ব্যাটসম্যান। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি। খেলেছিলেন ১১৪ রানের ইনিংস।
এরপর তার হাত ধরে অগনিত সাফল্য বাংলাদেশ ক্রিকেটের। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়া বধের কাব্য আশরাফুলের রচনা। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর নায়ক আশরাফুল।টি-টোয়েন্টিতে আশরাফুলের যাত্রা শুরু ২০০৭ সালে। কেনিয়ার বিপক্ষে ২০ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৬ রান করেছিলেন তিনি।
বাংলাদেশ জয় পেয়েছিল ৫ উইকেটে (১৪ বল হাতে রেখেই)। ওই বছরই আশরাফুলের নেতৃত্বে থাকা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছিল। এছাড়া ছোট-বড় অনেক সাফল্যই আছে যা আশরাফুলকে বাংলাদেশের ক্রিকেটের ধ্রুবতারার জায়গাটি দিয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে খেলেছেন ১৭৭টি ম্যাচ। ২২.২৩ গড়ে করেছেন ৩৪৬৮ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ২০টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস রয়েছে তার নামের পাশে।
বাংলাদেশের হয়ে ৬১টি টেস্ট খেলেছেন আশরাফুল। ২৪.০০ গড়ে করেছেন ২৭৩৭ রান। ৬টি সেঞ্চুরির সঙ্গে ৮টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। টেস্টে সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস রয়েছে তার।
জাতীয় দলের জার্সিতে ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন আশরাফুল। ১৯.৫৬ গড়ে নামের পাশে জমা করেছেন ৪৫০ রান। টি-টোয়েন্টিতে দুটি ফিফটি করেছেন। সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেছেন ‘অ্যাশ’। এ ছাড়া বল হাতে টেস্টে ২১, ওয়ানডেতে ১৮ এবং টি-টোয়েন্টিতে ৮ উইকেট নিয়েছেন ডানহাতি এ অফস্পিনার।