শান্তকে নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী
বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ক্রিকেটারদের একজন নাজমুল হোসেন শান্ত। তাকে নিয়ে প্রতিদিনই ট্রোল হয় সোশ্যাল সাইটে। কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন শান্ত। এবারের বিপিএলে হয়েছেন টুর্নামেন্ট সেরা। শুধু তাই নয়, বিপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে এক আসরে পাঁচশ রানের বেশি করেছেন।
এই তরুণ ব্যাটারের প্রশংসা শোনা গেল সৌরভ গাঙ্গুলীর মুখে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সফরে এসেছেন। উদ্দেশ্য ভারতের আইসিআইসিআই ব্যাংকের প্রচারণা এবং মেয়র কাপের উদ্বোধন। এসব ব্যস্ততার ফাঁকেই আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ক্রিকেট নিয়ে। স্বাভাবিকভাবেই উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। সৌরভের কথায় বোঝা গেল, তিনি বাংলাদেশের ক্রিকেট নিয়ে বেশ ভালোই খোঁজ খবর রাখেন।
বিসিবি পরিচালক ইফতেখার আহমেদের বাসায় নিমন্ত্রিত হয়ে উপস্থিত সাংবাদিকদের সৌরভ বলেন, ‘আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের উন্নতি দেখে সব সময় ভালো লাগে। কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয়, যা ক্রিকেটে দেখার মতো। বোলিং-ব্যাটিংয়ে সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত (নাজমুল হোসেন) ভালো খেলছে।’
সৌরভ আরও বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। আগেও একবার ভারত এসেছিল ৬-৭ বছর আগে, সেখানেও (বাংলাদেশ) ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে, পাপন (নাজমুল হাসান) ভাই বলেছিল আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন। ঠিকমতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দেবেন।