
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের এবারের আসর শুরু হচ্ছে ৪ জুন থেকে। আগামী ৩ জুলাই পর্যন্ত চলবে সাবেক ক্রিকেটারদের এই জনপ্রিয় টুর্নামেন্ট। মূলত সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনের জন্য নিয়মিত আয়োজন করা হচ্ছে এই সিরিজটি।
এবারের আসরে নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের তিনটি ভেন্যুতে। এর মধ্যে রয়েছে লক্ষ্ণৌ, ইন্দোর ও যোধপুর। আগের আসরের দলগুলোর মধ্যে স্বাগতিক ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড এবারও অংশ নিচ্ছে।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের ব্যাপারে আশাবাদী ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সাবেক ক্রিকেটারদের এই মিলমেলা সবার মানসিকতাকে প্রভাবিত করবে বলে বিশ্বাস তার। অনুরাগ ঠাকুর বলেন, ‘আমি নিশ্চিত যে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ একটি সামাজিক পরিবর্তন আনবে এবং সড়ক নিরাপত্তার বিষয়ে মানুষের মানসিকতাকে প্রভাবিত করার জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’
ভারত সরকারের কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি মনে করেন ক্রিকেটের মাধ্যমে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন করা খুব ভালো একটি উদ্যোগ। সবাই তাই আইন মেনে চললে সড়ক দূর্ঘটনাও কমে আসবে বলে মত তার। এ প্রসঙ্গে তিনি বলেন,
‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরির একটি খুব ভালো উদ্যোগ। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ সচেতন হোক এবং সবাই তা অনুসরণ করুক। রাস্তায় চলার সময় নিয়ম-কানুন আছে এবং সেটা ঘটতে হলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।’
Leave a Reply