
যেমন ক’র্ম তেমন ফল। এই কথা যে কেবল প্রবাদ নয়, তার প্রত্যক্ষ প্রমাণ মিলল এক ভাইরাল হওয়া ভিডিওতে। আকাশে উড়ন্ত পাখিকে গু’লি করে মা’র’তে চাওয়ার ফল পেলেন এক শি’কারি। অকা’রণে বাহাদুরি দেখাতে গিয়ে যে শিক্ষা তিনি পেলেন, তা নিশ্চয়ই ভবিষ্যতে এই ধরনের কীর্তি করার আগে তাকে একবার হলেও ভাবতে বাধ্য করবে।
ভারতীয় বন বিভাগের এক অফিসার তার টুইটারে শেয়ার করেছেন ৬ সেকেন্ডের ভিডিওটি। ওই অল্প সময়েই ফুটে ওঠেছে পুরো বিষয়টি। দেখা যাচ্ছে, গ্রামের এক ক্ষে’তে ব’ন্দু’ক হাতে আকাশের দিকে তাক করতে দেখা যায় ওই ব্যক্তিকে। উড়ন্ত এক পাখিকে তিনি গু’লি করেন।
তা গিয়ে লাগে পাখিটির ডানায়। পাখিটি বেসামাল হয়ে আকাশ থেকে নেমে এসে সোজা ওই ব্যক্তির চোখের ওপর ঝা’পটা দেয়। এমন অতর্কিতে আ’ঘা’তের জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না ওই ব্যক্তি। ভিডিওর একেবারে শেষে দেখা যায় তিনি রীতিমতো ট্রলে যাচ্ছেন।
সুশান্ত নন্দ নামের ওই অফিসার ভিডিওটি শেয়ার করার পর একটি মাত্র ক্যাপশনে সব বুঝিয়ে দিয়েছেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘কর্মফল’। পোস্ট করার পর থেকেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করেছেন সেটি। সেই সঙ্গে নানা মজাদার কমে’ন্টও জমা পড়েছে। বেশির ভাগ নেটিজেনই উৎফু’ল্ল হয়েছেন এমন তাৎক্ষণিক শাস্তিপ্রাপ্তি দেখে।
Karma 🙏 pic.twitter.com/8gk0VuQpgb
— Susanta Nanda IFS (@susantananda3) January 30, 2021
Leave a Reply