
অবদমিত ও বিভক্ত করে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ধ্বং’স করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দিমিত্রি মেদভেদেভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে বিশ্বে বিপ’র্যয় নেমে আসবে। তবে যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না বলেও টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা এক মেসেজে হুঁশিয়ার করেন তিনি। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হা’ম’লা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে র’ক্তক্ষ’য়ী সংঘা’ত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়।
Leave a Reply