মেসির জাদুতে ৭ মিনিটেই কলম্বিয়ার জালে গোল

চলতি কোপা আমেরিকার ফাইনালে যাবার লড়াইয়ে আজ সকালে সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা।এই ম্যাচে দুর্দান্ত শুরু করেছে মেসিরা। মাত্র ৭ মিনিটেই এগিয়ে গেছে লিওনেল স্কালোনি দল।

আবারো সেই মেসির দুর্দান্ত এসিস্ট। বক্সের মধ্যে লাউতারো মার্টিনেজকে বল বাড়িয়ে দেন লিওনেল মেসি। আর সেখান থেকে গোল করতে ভুল করেননি ইন্টার মিলান ফরোয়ার্ড।

স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি UEFA Euro 2020-র প্রথম সেমি-ফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল ইতালি ও স্পেন। অতিরিক্ত সময়ে ১-১ স্কোরলাইনে শেষ হয় খেল। টাইব্রেকারে ৪-২ গোলে স্পেনকে পরাজিত করে ফাইনালে পৌছল ইতালি।

টাইব্রেকারে প্রথম শট নিতে যান ইতালির ম্যানুয়েল লোকাতেল্লি। তাঁর শট আটকে দেন স্পেনের উনাই সিমোন। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন স্পেনের দানি ওলমো। জালে না জড়িয়ে প্রথম শটটি বাইরে মারেন তিনি। যদিও এরপর ইতালির আর কেউ ব্যর্থ হননি। একে একে গোল করেন আন্দ্রেয়া বেলোত্তি, লিওনার্দো বোনুচ্চি, ফেদেরিকো বের্নারদেস্কি। স্পেনের হয়ে নেওয়া দ্বিতীয় ও তৃতীয় শটে গোল করেন যথাক্রমে জেরার্দ মোরেনো ও থিয়াগো আলকান্তারা।

আশাভঙ্গ করেন চতুর্থ শট নিতে আশা মোরাতা। তাঁর বল আটকে দেন ইতালির জানলুইজি দোন্নারুমা। এরপর ইতালির হয়ে স্পেনের কফিনে শেষ পেরেকটি পোঁতেন জর্জিনিয়ো। ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন তিনি। এরপরই শুরু হয় ইতালির উদযাপন।

Sharing is caring!