মেলবোর্নে বসে আর দেখা যাবে না ভারত-পাকিস্তান ম্যাচ!
আনুষ্ঠানিকভাবে বেজে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের দামামা। রোববার (১৬ অক্টোবর) শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্ব টি-টোয়েন্টি আসরের। আর আগামী ২৩ অক্টোবর এ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তার আগেই একটা দুঃসংবাদ পেল প্রতিবেশী এ দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।
আইসিসি জানিয়ে দিয়েছে, মেলবোর্নে বসে আর কোনোভাবেই দেখা সম্ভব হবে না ভারত-পাকিস্তান ম্যাচ। কারণ অতিরিক্ত যা স্ট্যান্ডিং টিকিট ছাড়া হয়েছিল, ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে তা। ফলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওই ম্যাচে চাইলেও আর টিকিট পাওয়া যাবে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিক্রি হয়ে গেছে ৬ লাখেরও বেশি টিকিট। এর মধ্যে ভারত-পাকিস্তান ছাড়াও শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচের টিকিট।
জানা গেছে, সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোর পড়ে থাকা টিকিট আবার বিক্রি করার ব্যবস্থা নিয়েছিল আইসিসি। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি উদ্বোধনী ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।
উদ্বোধনী ম্যাচে সিডনিতে ২২ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজ়িল্যান্ড মুখোমুখি হচ্ছে। ২৭ অক্টোবর সিডনিতেই একই দিনে দু’টি ম্যাচ রয়েছে, যার দ্বিতীয়টিতে খেলবে ভারত। সেই দিনেরও সব টিকিট শেষ হয়ে গেছে। শুক্রবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।