
ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হা’ম’লার ঘ’টনা ঘটেছে। দেশটির আল আ’নবার প্রদেশে মার্কিন সেনাবাহিনীর ল’জিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে এই হা’ম’লা হয়। তবে এ পর্যন্ত নতুন এই হা’ম’লা’র বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আ’মেরিকা।
এদিকে হা’ম’লা’র বিষয়ে এখনো কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বী’কার করেনি। ইরাকে অ’বস্থিত মার্কিন সামরিক ঘাঁ’টি ও সা’মরিক বহরে হা’ম’লার ঘট’না সম্প্রতি বেড়েছে। ইরা’কের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।
এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহি’ষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকিও এর আগে ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জ’ঙ্গি গো’ষ্ঠী’গুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। সূত্র: মেহরনিউজ/পার্সটুডে