মাংসের বাজার অস্থির, এমন আগে দেখেনি দেশ
দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ দামে বিক্রি হয়ছে ব্রয়লার মুরগি। ২৪০ টাকা থেকে শুরু করে এ মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা পর্যন্ত। এদিকে ব্রয়লার মুরগির এই চড়া বাজারে মাথাচাড়া দিয়েছে সোনালি মুরগিও, কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে ৩০০ টাকায়।
আর হাজারের ঘর পার করা খাসির মাংসের দাম এখন এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা পর্যন্ত। এদিকে প্রাণিজ আমিষের আরেক উৎস গরুর মাংসও বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সরেজিমন রাজধানীর কয়েকটি বাজার ঘুরে মাংসের দামের এমন পরিস্থিতি জানা গেছে।এসময় একাধিক ক্রেতা জানিয়েছেন, মাংসের বদলে যে ডিম কিনে খাবেন তার দামও এখন নাগালের বাইরে।
তবে এই বাস্তবতায় ভোক্তাদের স্বস্তি দিতে মাঝে-মধ্যে অধিযান করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বাজার করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, গরু, খাসির মাংস তো কবেই নিম্নবৃত্তের নাগালের বাইরে! সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায় গরুর মাংস, আর বারো থেকে তেরশ’ টাকায় খাসির মাংস কিনতে মধ্যবৃত্তেরও এখন নাভিশ্বাস উঠে গেছে। আর ডিমের ডজনও এখন ১৪০ থেকে ১৫০ টাকা।
বাজারে যখন দ্রব্যমূল্য এমন চোখ রাঙাচ্ছে তখন রাজধানীর মোহাম্মদপুরে সাদেক খাঁন কাঁচা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান জানান, অতিরিক্ত দামে মাংস বিক্রি করা হচ্ছে কি না সেটি তদারকি করা হচ্ছে। অনেক দোকানো মূল্যতালিকা না রাখায় জরিমানাও করা হয়েছে।
তিনি বলেন, অযৌক্তিকভাবে মুনাফা করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।