মসজিদে প্রবেশে ৪ দফা নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়
দিন যতই যাচ্ছে করোনা ততই বেড়ে চলছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য যে স্বাস্থ্যবিধি মেনে চলছে না একদল মানুষ। এভাবে চলতে থাকলে করোনা অনেক ভ’য়াব’হ রুপ ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। এমতাবস্তায় দেশে চলছে লকডাউন।
নতুন খবর হচ্ছে, করোনা সংক্রমণরোধে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপসানালয়ে প্রবেশে মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখাসহ চার দফা নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এদিকে, করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃ’ত্যু সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৯২ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জন।
এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। এ নিয়ে দেশে টানা ১০ দিন শতাধিক ব্যক্তির মৃ’ত্যু হয়েছে। এর আগে সোমবার করোনায় প্রাণ হারান ১৬৪ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৩৯ জনের।
পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।