ভারত-পাকিস্তান ম্যাচের আগে যে বার্তা দিলেন বাবর-রোহিত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচকে ঘিরে দুই দলের শক্তিমত্তা যতটা না আলোচনায়, তার চেয়ে ঢের বেশি আলোচনা হচ্ছে বৈরী আবহাওয়া নিয়ে।

রোববার (২৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, মেলবোর্নে আজ বিকালে ৭০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে খেলা মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে খেলা মাঠে গড়ালেও হতে পারে ‘কার্টেল ওভার’ পদ্ধতিতে।

এর আগে শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কার্টেল ওভারের প্রস্তুতি সম্পর্কে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আবহাওয়া তো আমাদের হাতে নেই। একজন খেলোয়াড় হিসেবে চাই পুরো ৪০ ওভারের খেলা হোক। অনেক মানুষ এ ম্যাচটির জন্য অপেক্ষা করছে। তবে পরিস্থিতি যেমনই হোক, তার জন্য আমরা প্রস্তুত আছি।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি মেলবোর্নের আবহাওয়া নিয়ে ভাবছি। কখন কি হচ্ছে তা জানার চেষ্টা করছি। আবহাওয়া তো আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব মস্তিষ্ক ঠাণ্ডা রাখা। প্রস্তুতি থাকবে ৪০ ওভারের জন্য। তার পর অবস্থা যেমন হবে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ৫ ওভারের ম্যাচ হলেও সমস্যা নেই।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১ বারের মুখোমুখিতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র ৩টি ম্যাচ। সর্বশেষ এশিয়া কাপে দুবার একে অপরের মোকাবেলা করেছিল তারা। যেখানে উভয়ই ৫ উইকেটের জয় পেয়েছিল।

অবশ্য সবশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিরাট কোহলিদের ১০ উইকেটে পরাজিত করেছিল বাবর-রিজওয়ানরা। তবে গত বিশ্বকাপের আগে বিশ্ব আসরে কখনোই ভারতে বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।

Sharing is caring!