ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল সাকিবরা
বাংলাদেশের ব্যর্থতার এশিয়া কাপের মিশন শেষ হচ্ছে শুক্রবার (১৫ সেপ্টেম্বর)। ভারতের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সাকিব বাহিনীর এপিটাফ টানতে হবে টুর্নামেন্টের এবারের আসরের। শুক্রবার প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
নিয়মরক্ষার ম্যাচটির আগে বড় দুঃসংবাদ পেল লাল-সবুজের প্রতিধিনিরা। আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান খুইয়েছে হাথুরু শীষ্যরা। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে র্যাঙ্কিংয়ের আটে নেমে গেছে বাংলাদেশ। চলতি এশিয়া কাপে কেবল এক ম্যাচে জয় পেয়েছে সাকিব-মুশফিকরা। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৯২।
বাংলাদেশকে আটে নামিয়ে র্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এসেছে এশিয়া কাপের ফাইনালিস্ট শ্রীলঙ্কা। ৩৭ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ৯৩। এদিকে দুঃসংবাদ রয়েছে পাকিস্তানের জন্যও। কেননা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছে তারা অস্ট্রেলিয়ার কাছে। শুধু তাই নয়, পাকিস্তান নেমে গেছে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে। ২৬ ম্যাচে অজিদের রেটিং পয়েন্ট ১১৮।
আরও পড়ুন: ডিমের কুসুমে রক্তের দাগ, এই ডিম খেলে যা হয়
হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এশিয়া কাপের আরেক ফাইনালিস্ট ভারতের। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত থাকা দলটি এক ধাপ এগিয়ে উঠে এসেছে দুইয়ে।১০৩ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের চারে অবস্থান করছে ইংল্যান্ড। পাঁচে নিউজিল্যান্ড, ছয়ে দক্ষিণ আফ্রিকা।এছাড়া আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ধরে রেখেছে তাদের আগের নবম ও দশম অবস্থান।