
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) পর্যন্ত টানা ২২ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে লড়াই। এতে দুই পক্ষের মধ্যে বহু হ’তাহ’তের খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেন-রাশিয়ার যু’দ্ধে অনেক দেশই তাদের অবস্থান জানিয়েছে। অনেকে থাকছে নিরপেক্ষ অবস্থানে।
এরি মধ্যে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ান আজ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আ’গ্রা’সন নিয়ে ভারতের অবস্থানে তারা খুবই হতাশ। ভারতের অবস্থান ব্রিটেনের সঙ্গে বাণিজ্য আলোচনায় প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে ট্রিভেলিয়ান বলেন, আমরা খুবই হতাশ। আমরা ভারতীয় অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।
সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যের জন্য ভারত অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। পুতিন যেন ভবিষ্যতে এই যু’দ্ধে অর্থায়ন করতে না পারেন তা নিশ্চিত করার জন্য আমরা বিশ্বের দেশগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবো।’ এনডিটিভি।
Leave a Reply