বড় দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে
আজ মঙ্গলবার ভোরে পেরুকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে উঠে গেছে ব্রাজিল। এদিকে ফাইনালের অপেক্ষায় সেলকাওদের চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনা। তবে সে জন্য কলিম্বিয়াকে হারাতে হবে আলবিসেলেস্তাদের।
আগামীকাল বুধবার (৭ জুলাই) সকাল সাতটায় কোপার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা কলিম্বিয়া। এর আগে দুই পক্ষের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে ২৩ ম্যাচ। হারে ৯টি এবং ৮টি ড্র হয়। দুই পক্ষের সবশেষ দেখা হয়েছিল ২০২১ সালে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে। ম্যাচটি ড্র হয়।
এদিকে মাঠে নামার আগে দুঃসংবাদ হানা দিলো আলবিসেলেস্তা শিবিরে। গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না ক্রিস্টিয়ানো রোমোরেকে। আটলান্টার সেন্টারব্রেক ইনজুরির কারণে খেলতে পারবেন না আগামীকালকের ম্যাচে।তার অবস্থা গুরুতর হওয়ায় ক্লাব থেকেও বার বার অনুরোধ করা হয়েছে যাতে রোমেরোকে না নামানো হয়।
আর এ বিষয়টি বেশ গুরুত্বসহকারে দেখেছে কোচ স্কালোনি। তিনিও চাননা দলের তারকাকে ঝুঁকিতে ফেলতে।এদিকে মুন্ডো বলছে রোমেরোর বিপরীতে অনেক গুলো অপশন রেখেছে স্কালোনি। সেক্ষেত্রে নিকোলাস-ডি মারিয়া কিংবা আগুয়ারোদের যে কোন একজনকে কাজে লাগাবেন তিনি।