বিশ্ব ইজতেমায় বিক্রি হচ্ছে ওযুর পানি


শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গী স্টেশন রোড ও কামারপাড়া রোডের মাথায় পানি বিক্রির এমন দৃশ্য দেখা গেছে।

জানা যায়, ইতোমধ্যে লাখ লাখ মানুষ ইজতেমা মাঠ ও আশপাশে সমাবেত হয়েছেন। বিপুল পরিমাণ এসব মানুষের ওযুর জন্য পানির সংকট দেখা দিয়েছে। এই সুযোগ পানি ব্যবসায় নেমেছেন আশে পাশের বাসিন্দারা।



ওযুর এক বদনা পানি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা এবং পানির বোতল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। এছাড়া রাস্তায় নামাজ পড়ার জন্য পেপার কিনতে হচ্ছে ১০ থেকে ১৫ টাকা করে।

পানি বিক্রেতারা বলেন, কিছুই করার নেই সবাই বিক্রি করছে আমরাও করছি। এখন এত মানুষ ফ্রি পানি কোথায় পাবো।

উল্লেখ্য, আজ শুক্রবার দুপুর দেড়টায় জুমার নামাজ পড়ান মাওলানা জুবায়ের। নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Sharing is caring!