বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পল পগবা

কাতার বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। হারিয়ে ফেললো তাদের মিডফিল্ডার, অন্যতম ভরসা বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবাকে। ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের অন্যতম সেরা এই খেলোয়াড়কে। এ খবর নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস।

দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভুগছিলেন ফ্রান্স জাতীয় দলের মিডফিল্ডার পল পগবা। অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন, দ্রুত ফিটনেস ফিরে পেতে যোগ দেন অনুশীলনেও। তবে ভাগ্য শেষ পর্যন্ত আর তার সহায় হয়নি। নতুন করে ঊরুর চোট পেয়ে কপাল পুড়ে পগবার। শুরুতে চোট এতটা গুরুতর মনে না হলেও পরে জানা গেল, অস্ত্রোপচার লাগবে এবং তারপর অনেক দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ফ্রান্সের জার্সিতে এবারের বিশ্বকাপে এই ফরোয়ার্ডের খেলা হচ্ছে না বলে নিশ্চিত করলেন তার এজেন্ট রাফায়েলা পিমেন্তা। পগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তুরিনো ও পিটসবার্গে তার শারীরিক অবস্থা মূল্যায়নের পর জানাতে খুব কষ্ট হচ্ছে যে, অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে উঠতে আরো সময় লাগবে পল পগবার। এ কারণে বিশ্বকাপের আগে জুভেন্টাসের স্কোয়াডে এবং কাতারে ফ্রান্স জাতীয় দলের সাথেও তিনি যোগ দিতে পারবেন না।’

চলতি মৌসুমে জুভেন্টাসে যোগ দেওয়ার পর হাঁটুর চোটে পড়েছিলেন পগবা। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হাঁটুর চোটে পড়ার পর পগবা শুরুতে অস্ত্রোপচার করাতে চাননি। কিন্তু গত মাসে অনুশীলনে ফেরার পর সিদ্ধান্ত পাল্টে অস্ত্রোপচার করান। কাতার বিশ্বকাপে পগবাকে না পাওয়া ফ্রান্সের জন্য বড় ধাক্কা। এর আগে মিডফিল্ডার এনগোলো কান্তে ইনজুরির কারণে বিশ্বকাপ পরিকল্পনা থেকে ছিটকে যায়।

বিশ্ব সেরার মুকুট ধরে রাখার মিশনে ‘ডি’ গ্রুপে খেলবে ফ্রান্স। তাদের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। আগামী ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

Sharing is caring!