বিশ্বকাপে ধারাভাষ্যে আতহারের সঙ্গী ব্র্যাথওয়েট-মরগানরা

রবিবার পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সীমিত ওভারের এই বিশ্ব আসর শুরুর আগেই ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।বাংলাদেশের একমাত্র ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন আতাহার আলী খান। সেই সঙ্গে ইয়ন মরগান, মাইকেল ক্লার্কদের মতো তারকারা হয়েছে।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে ধারাভাষ্যে থাকছেন কার্লোস ব্র্যাথওয়েট।ধারাভাষ্য কক্ষের শোভা বাড়াবেন রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, হার্শা ভোগলে, নাসের হোসাইন ও ড্যানি মরিসন। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ধারাভাষ্যকার থাকছেন ভারতের।

ধারাভাষ্য প্যানেল- অ্যাডাম গিলক্রিস্ট, আতাহার আলী খান, ইয়ান বিশপ, ইয়ান স্মিথ, পমি এমবাঙ্গুয়া, প্রিস্টন মমসেন, রবি শাস্ত্রী, ইশা গুহ, বাজিদ খান, ব্রায়ান মুরগাট্রয়েড, মার্ক হাওয়ার্ড, রাসেল আর্নল্ড, কার্লোস ব্র্যাথওয়েট, মেল জোনস, স্যামুয়েল বদ্রি, ডেন স্টেইন।

মাইকেল আথারটন, শেন ওয়াটসন, ড্যানি মরিসন, মাইকেল ক্লার্ক, শন পোলক, ডার্ক ন্যানেস, নাসের হোসাইন, সাইমন ডুল, নাসের হোসাইন, সাইমন ডুল, ইয়ন মরগান, নাটালিয়া জার্মানোস, সুনীল গাভাস্কার, হার্শা ভোগলে এবং নেইল ও’ব্রায়েন।

Sharing is caring!