বিশ্বকাপে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা
ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের উদ্বোধনী ম্যাচের আগে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলাননি। স্বদেশে সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানাতে তারা এই পদক্ষেপ নিয়েছেন।
সোমবার কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ-বি এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় ইরান। ম্যাচের আগে স্টেডিয়ামে যখন ইরানের জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছিল, তখন ইরানি ফুটবল দলের ১১ জন খেলোয়াড়ই নীরবে দাঁড়িয়ে ছিলেন।
এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে ইরানি অধিনায়ক এহসান হাজসাফি সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান। তিনি বলেছিলেন, তার দল সবসময় নির্যাতিতদের পাশে থাকবে।
উল্লেখ্য, ২২ বছর বয়সি কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে ২ মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। হিজাববিরোধী বিক্ষোভটি বর্তমানে সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। এই বিক্ষোভে এ পর্যন্ত চার শতাধিক নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকারগোষ্ঠীগুলি। সূত্র: সিএনএন