বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই লাল কার্ড দেখলেন নেইমার!
বিশ্বকাপের বিরতির পর মাঠে ফিরেই লাল কার্ড দেখতে হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে। পিএসজির হয়ে স্ট্রসবার্গের বিপক্ষে খেলতে গিয়ে প্রতিপক্ষের বক্সের মধ্যে ইচ্ছা করে ডাইভ দিয়ে পড়ে যান তিনি। রেফারি নেইমারের এই অভিনয়ের জন্য তাকে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান। দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় সেটা পরিণত হয় লাল কার্ডে। বাধ্য হয়ে মাঠ ছেড়ে যেতে হয় নেইমারকে।
মাত্র ২ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন তিনি। দ্বিতীয়টাতে যে অভিনয় করতে গিয়েছিলেন, তা স্পষ্ট ধরা পড়েছে রেফারির চোখে। কালবিলম্ব না করে তাই তিনি দ্রুত প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড বের করে দেখান।
প্রথম হলুদ কার্ড দেখেন ম্যাচের ৬১তম মিনিটে। এ সময় স্ট্রসবার্গের মিডফিল্ডার আদ্রিয়েন থমাসনের মুখে হাত দিয়ে জোরে গুঁতো দেন নেইমার। যার ফলে রেফারি ক্লেমেন্ট তুরপিন হলুদ কার্ড দেখান নেইমারকে। এর দুই মিনিট পরই দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে আসার পর এটা নেইমারের পঞ্চম লাল কার্ড। এর ফলে আগামী রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানের দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।
বিশ্বকাপ বিরতির পর মেসিকে ছাড়াই বুধবার রাতে স্ট্রসবার্গের বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। নেইমারের লাল কার্ড সত্ত্বেও ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে জয় এনে দেন কিলিয়ান এমবাপে।
ম্যাচে প্রথমার্ধের ১৪ মিনিটে প্রথম লিড পায় পিএসজি। নেইমারের দুর্দান্ত ফ্রি কিক থেকে হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। এমবাপ্পেকে ফাউল করায় এই ফ্রি কিক পেয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৩০ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল স্ত্রাসবুর্গ। আদ্রিয়াঁ তমাসোঁর ক্রসে কেভিন গামেহোর শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। ফিরতি বলেও সুযোগ পেয়েছিলেন লুডোভিকে তবে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে স্ত্রাসবুর্গ। ম্যাচের ৫১ মিনিটে তমাসোঁর ক্রস মার্কিনিয়োসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তিন মিনিট পর ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। নেইমারের চমৎকার পাসে বিপজ্জনক জায়গায় বল পেয়েছিলেন এমবাপ্পে। কিন্তু তার সেই শট এগিয়ে এসে ঠেকিয়ে দেন স্ত্রাসবুর্গের গোলরক্ষক।
৬২তম মিনিটে নেইমার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় পিএসজি। আগের মিনিটে তমাসোঁর মুখে মেরে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। পরের মিনিটে ডি-বক্সে ডাইভের দায়ে দেখেন আরেকটি!
ম্যাচে একের পর এক আক্রমণ করেও যখন গোলের দেখা পাচ্ছিল না পিএসজি, তখন দলকে বিপদ থেকে উদ্ধার করেন এমবাপ্পে।যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এমবাপ্পে পিএসজির জয় নিশ্চিত করেন। ফরাসি ডিফেন্ডার নিয়ামসি এমবাপ্পেকে ফাউল এই পেনাল্টি পেয়েছিল তারা।