
বৃষ্টির মত অনাহূত অতিথি ক্রিকেটে আর নেই। ভদ্রলোকের খেলা থেমে যায় যেসব প্রতিবন্ধকতায়, তার অন্যতম হল বৃষ্টিপাত। সেই বৃষ্টি চোখ রাঙাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডেতে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়, অর্থাৎ স্থানীয় সময় দুপুর একটায়।
দিবারাত্রির এই ম্যাচে আছে বৃষ্টির শঙ্কা। সেই শঙ্কা মাথায় রেখে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (১৭ মার্চ) সেন্ট্রাল উইকেট কভারে ঢেকে রাখা হয়। আকাশেও ছিল মেঘের আনাগোনা। অবশ্য এই মৌসুমে বৃষ্টির আনাগোনা অবাক করার মত কোনো বিষয় নয়। এমনকি অবাক হওয়ার সুযোগ নেই বৃষ্টিপাত হলেও।
অবশ্য সেই আশঙ্কার বিপরীতে স্বস্তির আভাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দিন ও রাতের পুরোভাগই সেঞ্চুরিয়নের আকাশে থাকবে মেঘের আনাগোনা। তবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি। যদিও এই মৌসুমে সেঞ্চুরিয়নে প্রায় নিয়মিতই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা যায়। শুক্রবারের ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক লড়াই।
প্রথম ওয়ানডের মত তৃতীয় ওয়ানডেও অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে। দ্বিতীয় ওয়ানডের ভেন্যু জোহানেসবার্গ। এরপর মাঠে গড়াবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট সিরিজের ম্যাচগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
Leave a Reply