বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় চূড়ান্ত
আগামী ১ মার্চ থেকে শুরু হবে বহুল আলোচিত বাংলাদেশ-ইংল্যান্ড সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এই সিরিজের সূচি। দিবারাত্রির ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচেও খানিক সময় ব্যবহৃত হবে ফ্লাডলাইট।
বিসিবি এখনও ম্যাচের সময়সূচি প্রকাশ না করলেও বিশ্বস্ত সূত্রে বিডিক্রিকটাইম নিশ্চিত হয়েছে, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টা থেকে, শেষ হবে রাত সাড়ে ৭টার দিকে। এছাড়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ দুপুর ৩টা থেকে শুরু হবে, শেষ হবে সন্ধ্যা ৬টার দিকে। শিশিরের কথা মাথায় রেখে ম্যাচের সময় একটু এগিয়ে রাখা হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ১ মার্চ শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১ম ওয়ানডের মতো ৩ মার্চের ২য় ওয়ানডের ভেন্যুও মিরপুর। ৬ মার্চ ৩য় ওয়ানডে ও ৯ মার্চ ১ম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ১২ ও ১৪ মার্চ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।
একনজরে দুই দলের ঘোষিত স্কোয়াড বাংলাদেশ (১ম ও ২য় ওয়ানডে) : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।
ইংল্যান্ড (ওয়ানডে সিরিজ) : জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।
ইংল্যান্ড (টি-২০ সিরিজ) : জস বাটলার, টম আবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।