বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল জানিয়েছিলেন, তিনি এখনও অস্বস্তিবোধ করছেন। পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্কাপ দল নির্বাচনে বিষয়টি মাথায় রাখতে বলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তামিমের এমন কথায় তাকে বিশ্বকাপ দলে নিতে চাননি সাকিব আল হাসান ও চান্ডিকা হাথুরুসিংহে।
শেষ পর্যন্ত অধিনায়ক ও প্রধান কোচের চাওয়াই প্রাধান্য পেয়েছে। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দলে রাখা হয়নি তামিমকে। তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের বিশ্বকাপ দল- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানজিদ হাসান তামিম, তানজিম সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।