প্রধানমন্ত্রীর ডাক,সিদ্ধান্ত বদলাচ্ছেন তামিম !

সবাইকে অবাক করে বৃহস্পতিবার আচমকা সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। আগের ম্যাচে অধিনায়কত্ব করা এই ওপেনারের এমন সিদ্ধান্ত কারোরই প্রত্যাশিত ছিল না। ফিটনেস থাকাবস্থায় তামিমের খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মানতে পারছেন না ক্রীড়ামোদিরা।


এ ঘটনায় তুমুল সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম ইকবালকে সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তিনি জানিয়েছেন, তার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। তামিম ফোন ধরছেন না।

এমতাবস্থায় তামিমকে আটকানোর শেষ ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত তামিমকে ডেকেছেন সরকার প্রধান। সম্ভবত সিদ্ধান্ত বদলাতে যাচ্ছেন এই ড্যাশিং ওপেনার।

জানা গেছে, শুক্রবার সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে গেছেন তামিম ইকবাল। ১৮ জুলাই পারিবারিক সফরে যাবেন দুবাই। তার আগে আজ বা আগামীকাল যে কোনো সময় তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তাকে ডেকেছেন প্রধানমন্ত্রী।



বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাম্প্রতিক বক্তব্যে কষ্ট পেয়েছেন তামিম। কোচের সঙ্গে দূরত্ব চলছিল। ক্রিকেট সংশ্লিষ্টরা ধারণা করছেন ফিটনেস নিয়ে পাপনের বক্তব্যে অপমানিত বোধ করেছেন তামিম।

এ কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তামিম নিজেও নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, বোর্ড সভাপতির বক্তব্যে তার মনে হয়েছে দলে হয়তো এখন আর সিনিয়র ক্রিকেটারদের প্রয়োজন নেই।