প্রথম ওয়ানডেতে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করেনি বাংলাদেশ। শেষ যাচাই বাছাইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে চায় নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। তাই বিশ্বকাপের দলে জায়গা করে নিতে মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, আনামুল হক বিজয়ের মতো ক্রিকেটারদের কিউইদের বিপক্ষে সিরিজটি ফাইনাল পরীক্ষার মতোই।

বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার শেষ সুযোগ তাদের এই সিরিজটি। এখানে পারফর্ম করতে পারলে মিলতে পারে বিশ্বকাপের টিকিট।সেই সঙ্গে নিয়মিত খেলোয়াড়দের এটি নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশন। সেই মিশনে দুপুর ২টায় মাঠে নামবে টাইগাররা।

ম্যাচের আগেই জল্পনা-কল্পনা, কেমন হতে পারে বাংলাদেশের একাদশ সেটি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কারা থাকতে পারেন বাংলাদেশের স্কোয়াডে।

নিয়মিত ওপেনার তামিম ইকবাল দলে ফিরছেন এই সিরিজটি দিয়েই। তাকে উইকেটের অন্যপ্রান্ত থেকে সঙ্গ দেবেন লিটন কুমার দাস। সাকিব আল হাসান দলে না থাকায় তিনে খেলতে পারেন আনামুল হক বিজয়।

চারে দেখা যেতে পারে ফর্মের তুঙ্গে থাকা তাওহীদ হৃদয়কে। পাঁচে থাকতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদি স্কোয়াডে জায়গা করে নেন তিনি তাহলে ছয় মাসের বিরতি কাটিয়ে জাতীয় দলে ফেরা হবে তার।

ছয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। সাতে শেখ মাহেদী, আটে নাসুম আহমেদ। নয়, দশ ও এগারো নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যেতে পারে রিশাদ হাসান, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।