প্রকাশ পেল সাকিব আল হাসানের মিউজিক ভিডিও
মাঠের ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের মহানায়কই বলা চলে সাকিব আল হাসানকে। বিশ্বের বুকে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ও তিনি। সেই মাঠের নায়ক এবার বোকাবাক্সের পর্দা কাঁপাচ্ছেন মিউজিক ভিডিওর মাধ্যমে।
বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়ায় বিজ্ঞাপনে নিয়মিতই মুখ দেখিয়েছেন সাকিব। সদ্য রুচি সসের একটি বিজ্ঞাপনে তো গানের তালে নাচতেও দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটের এই অধিনায়ককে।
এর আগে, একবার ‘অপরাজেয়’ নামক একটি মিউজিক ভিডিওতে খানিকের জন্য দেখা গিয়েছিল সাকিবকে। তবে এবার মিউজিক ভিডিওতে লম্বা সময় ধরেই হাজির হয়েছেন টাইগারদের বিশ্বকাপের অধিনায়ক।
‘বিজয়রথ’ নামের ওই মিউজিক ভিডিওটি বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জি সিরিজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘মাইলস’ ব্যান্ডের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল ও ‘অ্যাভয়েড রাফা’ খ্যাত রায়েফ আল হাসান রাফা।
মিউজিক ভিডিওটি দেখতে ক্লিক করুন।