পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলল জামায়াত
সরকারের পতন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে রাজধানীর আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। কর্মী-সমর্থকেরা ব্যারিকেড সরিয়ে দৌড়ে শাপলা চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভাঙেন তারা। এ সময় পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হতে থাকেন হাজার হাজার জামায়াত-শিবিরের নেতা-কর্মী। তারা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়।
জামায়াতের নেতা-কর্মীরা জানান, দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন- সমাবেশের বিষয়ে তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এখন আনুষ্ঠানিক অনুমতি পেলে সমাবেশস্থলে প্রবেশ করবেন তারা।