পিছিয়ে গেল ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ

কাতার বিশ্বকাপ শেষ। এই বিশ্বকাপে আর্জেন্টিনা জিতেছে শিরোপা। তবে বিশ্বকাপ শেষ হলেও ব্যস্ততা একেবারেই থেমে যায়নি দলগুলোর। এরমধ্যেই আবার শুরু হবে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব।

ল্যাতিন আমেরিকা অঞ্চলে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হওয়ার কথা ছিল মার্চে। কিন্তু এখন জানা গেছে, মার্চে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হবে না। সেটা পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামী বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হতে পারে এই বাছাই পর্বের ম্যাচগুলো। আর মাধ্যমে, জাতীয় দলের ম্যাচ দেখার জন্য আরেকটু বেশি অপেক্ষা করতে হবে ভক্তদের।

Sharing is caring!