পরমাণু কেন্দ্রে হা’ম’লা চালাতে পারে ইসরায়েল!

ইরানের রাজধানী তেহরানে গত মাসে একটি পরমাণু স্থাপনায় হা’ম’লার জন্য ইস’রায়ে’লকে দায়ী দেশটির কর্তৃপক্ষ। তারা বলছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০১৫ সালের পর’মাণু চুক্তি নিয়ে ছয় জাতির সঙ্গে যে আলোচনা চলছে, তা ভে’স্তে দিতে আরও একবার তাদের প’রমাণু কে’ন্দ্রে হা’ম’লা চালাতে পারে ইস’রায়ে’ল। খবর আল জাজিরার।

ইরানি সরকারের মুখপাত্র আলি রাবিইয়েই বলেছেন, গত ২৩ জুন কারাজে ইরানের আণবি’ক শক্তি সংস্থার ভবনে হামলার পেছনে ইস’রা’য়েলের হাত ছিল। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে তিনি বলেন, ইরানকে থামাতে পারবে এবং ইরানের সঙ্গে বিশ্বের আলোচনার জন্য দরকার নেই এমন চিন্তা থেকেই এসব হা’ম’লা চা’লিয়েছে ইস’রায়ে’ল।

ইরানের এমন অ’ভিযোগের প্রেক্ষিতে ইস’রায়ে’ল সরকার তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। প’রমাণু চুক্তি পুনরু’জ্জীবিত করতে ভিয়েনায় ইতোমধ্যেই ছয় দফা আ’লোচনা হয়েছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এককভাবে ওই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর অনেকটাই অকার্যকর হয়ে পড়ে এই প’রমাণু চুক্তি।

তবে আলোচকরা মনে করছেন যে, সামনের দিনগুলো এই চুক্তি আশার মুখ দেখতে পাবে। ইরানের সঙ্গে বিশ্ব শক্তি এই চুক্তিতে পৌঁছাতে পারলে তেহরানের ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে। কিন্তু ই’সরা’য়েল শুরু থেকেই বলছে তারা এমনটা চায় না।

Sharing is caring!