
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম জানান, ইফতেখার পরিবারের কাউকে না জানিয়ে তাবলিগ জামাতে গিয়েছিলেন। সন্ধ্যায় কাকরাইল থেকে তাকে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে বুয়েটের ড. এম এ রশীদ হল থেকে বেরিয়ে ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল ইফতেখারের।
সেখানে না যাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজ নেন স্বজনরা। সন্ধান না পেয়ে বুধবার চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার ভাই। সাধারণ ডায়েরির বিষয়ে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. নুরুদ্দিন বলেন, পরিবারের কাউকে না জানিয়ে তিনি তাবলিগে যান।
এ কারণে তার পরিবারের সদস্য ও স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। ইফতেখার তাবলিগ থেকে ফেরত এসে কাকরাইল মসজিদে অবস্থান করছিলেন। তার ফোন ট্র্যাক করে কাকরাইল মসজিদে তার অবস্থান শনাক্ত হয়। আমরা তাকে সেখান থেকে উদ্ধার করি।’
Leave a Reply