
আনন্দবার্তা নিউজ ডেস্ক: বর্তমান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র নাসির। বরাবরই তিনি আলোচনার শীর্ষে থাকেন। ১৪ ফেব্রুয়ারি বিয়ে করে ফের আলোচনায় এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন নাসিরের স্ত্রী তামিমা। এ সময় নাসিরের বেশ কিছু গুণের কথা তুলে ধরেন তামিমা। এছাড়াও কিভাবে নাসিরের প্রেমে পড়েন সেটিও জানান তামিমা।
তামিমা বলেন,‘নাসির শো-অফ করেনা। ও রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটা রিক্সাওয়ালার সাথে বসে কথা বলা শুরু করে দেয় যেটা সাধারণ সেলিব্রেটিরা করে না কখনো। ওই লোকের সাথে কথা বলা যাবেনা, এটা করা যাবেনা, ওঠা করা যাবেনা- ওর ভেতরে সেগুলো কোনো কিছুই নেই। নাসির যা করে অন্য সেলিব্রেটিরা তা করেনা।’
Leave a Reply