নতুন করে বিতর্কে জড়ালেন ডি মারিয়ার স্ত্রী জর্জিলিনা

কাতার বিশ্বকাপের পর একের পর এক বিতর্ক। যার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজে। তাকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে তা এখনও চলছে। বিতর্ক যেন শেষই হচ্ছে না। এ নিয়ে কথা বলেছেন অনেকেই। নতুন করে সেই আলোচনায় যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়ার স্ত্রী জর্জিলিনা।


কাতার বিশ্বকাপের পর একের পর এক বিতর্ক। যার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজে। তাকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে তা এখনও চলছে। বিতর্ক যেন শেষই হচ্ছে না। এ নিয়ে কথা বলেছেন অনেকেই। নতুন করে সেই আলোচনায় যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়ার স্ত্রী জর্জিলিনা।

ফাইনালের পর ড্রেসিংরুম থেকে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে মজা করেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ। ব্যাপারটা শুধু সেখানেই থাকলে হতো। অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক এমবাপ্পেকে টেনে আনেন আর্জেন্টিনার ছাদখোলা বাসের উদযাপনেও। যেখানে তিনি একটা পুতুল নিয়ে তাতে এমবাপ্পের মুখছবি লাগিয়ে মজা করেন।

এরপরই ক্ষেপে যান ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার আদিল রামি। তিনি মার্টিনেজকে ‘সবচেয়ে ঘৃনিত মানুষ’ বলে আখ্যা দেন। এরপর মার্টিনেজের পাশে দাঁড়ান অনেক আর্জেন্টাইন। সেই সারিতে এসে দাঁড়ান ডি মারিয়া। জুভেন্টাস উইঙ্গার রামিকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এখানে কান্নাকাটি করে লাভ নেই।’ পরে পালটা আক্রমণ করেন রামিও। দুজনের কথা কাটাকাটিতে যোগ দিলেন ডি মারিয়ার স্ত্রী জর্জিলিনা।

গতকাল স্বামীর হয়ে রামিকে একহাত নিলেন তিনি। স্থানীয় এক সংবাদমাধ্যমকে জর্জিলিনা বলেছেন, ‘ডি মারিয়া তোমাকে শেখাবে কীভাবে কান্না করতে হয়, কীভাবে ভদ্রলোকের মতো একজন নারীকে সম্মান দিতে হয় আর কীভাবে ফাইনালে গোল দিতে হয়।’

নারীর প্রসঙ্গটি জর্জিলিনা সামনে এনেছেন রামির প্রাক্তন স্ত্রীকে নিয়ে। এক পোস্টে জর্জিলিনা ডি মারিয়ার বিভিন্ন সময়ের কান্নার ছবি যুক্ত করেন এবং রামির সাবেক স্ত্রীর কথা উল্লেখ করেন। যেখানে রামির সাবেক স্ত্রী রামির বিরুদ্ধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ করছিলেন।

এবার ডি মারিয়ার স্ত্রীর খোঁচার কেমন প্রতিক্রিয়া দেখান রামি আপাতত সেটাই দেখার অপেক্ষা।

Sharing is caring!