নকআউট পর্বের সূচি নিয়ে খুশি নন আর্জেন্টাইন কোচ

শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ফুটবলারদের বিশ্রাম নেয়ার মতোও পর্যাপ্ত সময় নেই হাতে। কারণ, নকআউট পর্বে শনিবারই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে।

নকআউট পর্বে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। কারণ, হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এত কম সময় বিরতি পাওয়াকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে স্রেফ পাগলামো মনে হচ্ছে। এত দ্রুত আরেকটি ম্যাচ খেলার ব্যাপারটিকে কোনোভাবেই যেন মানতে পারছেন না তিনি।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানান, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরই দুইদিনের ব্যবধানে আবারও ম্যাচ খেলতে নামাটা স্রেফ পাগলামো। তিনি বলেন, ‘আমার মনে হয়, দুই দিনের কাছাকাছি সময়ে আরেকটি ম্যাচ খেলতে নামা পুরোপুরি পাগলামো এবং সেটিও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর। আমার মাথায় কিছুতেই ঢুকছে না এটা।’

নকআঊট পর্বের সূচি নিয়ে বিরক্ত স্কালোনি সংবাদ সম্মেলনে হিসাব করে দেখান যে, পরবর্তী ম্যাচের জন্য তার হাতে একদিনেরও খুব বেশি সময় নেই। বিরক্তির সুরে তিনি বলেন, ‘এখন সময় কত? রাত ১টা বেজে গেছে প্রায়। মানে বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। কালকে আমাদের প্রস্তুতি নিতে হবে এরপর দিনই আবার মাঠে নামতে হবে। আমরা তো গ্রুপের সেরা, আরেকটু বিশ্রাম আমরা পেতে পারতাম।

Sharing is caring!