দেশে ফিরে আসছেন মুশফিক
দেশে ফিরে আসছেন মুশফিক: এশিয়া কাপ শেষ হওয়ার আগেই দেশে ফিরতে যাচ্ছেন মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় পা রাখার কথা রয়েছে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারের। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
অল্প কিছুদিনের মাঝেই দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন মুশফিক। এই সময়টায় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার। তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে টিম ম্যানেজমেন্টও। সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি হবে ৯ সেপ্টেম্বর।
এই ম্যাচের পরই দেশে ফেরার কথা ভাবছেন মুশফিক। ধারণা করা হচ্ছে ১০ কিংবা ১২ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। এদিকে ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন: শেখ হাসিনা ও বাইডেনের সঙ্গে বৈঠক করবেন মোদি