
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এখন পর্যন্ত চার ক্রিকেটার দেশে ফিরেছেন। পরিবারের সদস্যরা অসুস্থ থাকার সিরিজ শেষ করেই দেশে ফিরেন সাকিব আল হাসান। আজ দেশে ফিরেছেন আরও তিন ক্রিকেটার। টেস্ট দলে না থাকায় দেশে ফিরে এসেছেন তারা।
আজ দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ ও আফিফ হোসেন। শুক্রবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় দেশে ফিরেন তারা। এবার কয়েকদিন বিশ্রাম নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তারা।
এদিকে দক্ষিণ আফ্রিকা থেকেই ভারতের বিমান ধরেছেন মুস্তাফিজুর রহমান। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য ভারতে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে।
প্রসঙ্গত, আগামীকাল ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইপিএলের ১৫তম আসর। পরদিন ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ানের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশনে নামবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে।
Leave a Reply