দলের তথ্য ফাঁস করায় সুজনকে চার্জ করেছিলেন শ্রীরাম

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের চাওয়া বিশ্বকাপের পরেও বাংলাদেশে থাকুক শ্রীরাম। অধিনায়ক সাকিব তো বিশ্বকাপের সংবাদ সম্মেলনে শ্রীরামকে প্রশংসায় ভাসিয়েছেন কয়েক দিন আগে। দল এবং ক্রিকেটারদের স্বার্থে এই কোচকে দীর্ঘ মেয়াদে নিয়োগ দিতেই পারে ক্রিকেট বোর্ড। তবে বিসিবির গড়িমসি দেখে যে কারও মনে হতে পারে, শ্রীরামের সঙ্গে নতুন করে চুক্তি করতে আগ্রহী না তারা। সেটারও কারণ আছে, ভারতীয় এ কোচ সোজাসাপটা কথা বলেন। ভুল করলে বিসিবি পরিচালকদেরও ছাড় দেন না।

এদিকে বিশ্বকাপ দলের একটি সূত্র থেকে জানা গেছে, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে দলের তথ্য ফাঁস করার অভিযোগে চার্জ করেছিলেন শ্রীরাম। যেটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পর্যন্ত গড়িয়েছে। কোচের এ আচরণকে উদ্ধত মনে করা হচ্ছে। প্রভাবশালী পরিচালকদের কেউই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। এ কারণে বিশ্বকাপের শেষ পর্যায়ে এসেও কোচের নিয়োগ নিয়ে আলোচনা এগোয়নি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে শ্রীরামের চুক্তি নবায়নের বিষয়ে জানতে চাওয়া হলে, বিষয়টি এড়িয়ে যান তিনি। ভারতীয় এ কোচের নিয়োগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন খালেদ মাহমুদ সুজন। একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে সুজনের সঙ্গে সেই কোচের দূরত্ব তৈরি হয়েছে বলে জানান একজন ক্রিকেটার। নাম গোপন রাখার শর্তে তিনি বলেন, ‘শ্রীরাম খুবই ভালো কোচ। আমাদের স্বার্থেই রাখা উচিত তাঁকে।

Sharing is caring!