
ইউক্রেনের মারিউপোলের একটি থিয়েটারে বুধবার বো’মা হা’ম’লা চালায় রুশ বাহিনী। থিয়েটারে বহু মানুষ লু’কিয়ে ছিলেন। হা’ম’লার পর এটি সম্পূর্ণ ধ্বং’স হয়ে যায়। এ হা’ম’লায় বহু মানুষ হ’তাহ’ত হয়ে থাকতে পারেন বলে আশ’ঙ্কা করা হচ্ছিল।তবে ইউক্রেনের পক্ষ থেকে সুখবর দেওয়া হয়েছে। জানানো হয়েছে থিয়েটারের ভেতর বো’মা থেকে বাঁচার যে আশ্রয়কেন্দ্র ছিল সেটি অক্ষত আছে এবং জীবিত মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বের হচ্ছে।
সেরহি তারুতা নামে ইউক্রেনের একজন সংসদ সদস্য এ ব্যাপারে বলেন, এক অজানা ও আ’তঙ্কজনক রাতের পর অবশেষে আমরা সুখবর পাচ্ছি। থিয়েটারে থাকা বো’মা আশ্রয়কেন্দ্রটি অ’ক্ষত আছে। ধ্বং’সস্তুপ পরিস্কার করা হচ্ছে। জীবিত মানুষ বের হয়ে আসছে। তবে এ হা’ম’লা থেকে সবাই বেঁচে গেছেন কি না এ বিষয়টি এখনো নিশ্চিত নয়।
এদিকে মারিউপোলের থিয়েটারে হা’ম’লা করার বিষয়টি অস্বীকার করে রাশিয়া। তারা জানায় থিয়েটার লক্ষ্য করে তারা কোনো হা’ম’লা করেনি। তবে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় রাশিয়া বিমানবাহিনী বিমান থেকে থিয়েটার লক্ষ্য করে হা’ম’লা চালায়। যেখানে এক হাজাররেও বেশি মানুষ আশ্রয় নেয়। যার মধ্যে নারী ও শিশু ছিল বেশি। এ হা’ম’লায় ইউক্রেনের ঐতিহ্যবাহী এ থিয়েটারটি পুরোপুরি ধ্বং’স হয়ে যায়। সূত্র: সিএনএন
Leave a Reply